Posts

Showing posts from July, 2012

ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত

Image
উইকিপিডিয়াতে ব্যবহারকারী নাম নির্বাচনের ধরা-বাধা কোন নিয়ম নেই। তবে এই নামটি উইকিপিডিয়ার ব্যবহারকারী হিসাবে আপনার পরিচয় বহন করবে। এখানে আপনার আসল নাম ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে http://bn.wikipedia.org/wiki/WP:USERNAME পাতায়। উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরীর একটি বিশেষ সুবিধা হল একটি মাত্র অ্যাকাউন্টই বিভিন্ন ভাষা উইকিপিডিয়া এবং এর অন্যান্য সহ প্রকল্পসমূহে ব্যবহার করা যাবে এবং এর জন্য প্রতিবার বিভিন্ন প্রকল্পে নিবন্ধন করার প্রয়োজন হবে না। http://bn.wikipedia.org/wiki/Special:MergeAccount ঠিকানা থেকে এই অ্যাকাউন্ট ব্যবস্থাপনার কাজটি করা যাবে।

উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী

Image
উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে http://bn.wikipedia.org/wiki/Special:Userlogin এই পাতা থেকে "নতুন একাউন্ট খুলুন" এই লিংকে ক্লিক করতে হবে। অথবা সরাসরি http://bn.wikipedia.org/w/index.php?title=Special:Userlogin&type=signup লিংক থেকেও উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী করা যাবে। এছাড়া উইকিপিডিয়ার যে কোন পাতার উপরের ডান পাশে Log in / Create account নামের একটি লিংকটি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাকাউন্ট তৈরী করার সময় যে কোন পছন্দের নাম ব্যবহার করা যাবে। তবে একবার অ্যাকাউন্ট তৈরী করা হয়ে গেলে সহজে সেটি আর পরিবর্তন করা যাবে না। নিবন্ধনের সময় একটি ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠানো এবং সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় এই ঠিকানাটি। অ্যাকাউন্ট তৈরী করার পর http://bn.wikipedia.org/wiki/Special:Preferences ঠিকানা থেকে ব্যবহারকারীর তার পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারবেন।

উইকিপিডিয়ায় একাউন্ট তৈরী করা প্রয়োজন কেন

Image
উইকিপিডিয়া সকলের জন্য উন্মুক্ত। এটি পড়তে নিবন্ধন করার প্রয়োজন নেই । এমনকি যে কোন সম্পাদনা করার জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক নয় । সকলেই উইকিপিডিয়ার প্রায় সব নিবন্ধ সম্পাদনা করতে পারে । তবে নিবন্ধন করার বেশ কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। সবসময়ই উইকিপিডিয়া ব্যবহারকারীদের নিবন্ধন করার জন্য উৎসাহিত করা হয়ে থাকে । এখানে খুব সহজেই বিনামূল্যে এবং কোন ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট তৈরী করা যায় এবং সেই সাথে নিবন্ধিত ব্যবহারকরীরা এখানে বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন । উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরী করা হলে অন্যান্য উইকিপিডিয়ানরা সহজেই ঐ ব্যবহারকারীর  সাথে যোগাযোগ করতে পারবেন। নিবন্ধিত ব্যবহারকারীর একটি ব্যবহারকারী পাতা( http://bn.wikipedia.org/wiki/WP:USER ) এবং আলাপ পাতা ( http://bn.wikipedia.org/wiki/WP:TALKPAGE ) পাবেন। নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য যুক্ত করে এবং অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করার জন্য এই পাতাগুলো ব্যবহার করা হয়। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পাতা “ নজর তালিকা ”-য় ( http://bn.wikipedia.org/wiki/Special:Watchlist ) রেখে নিয়মিত পর্যবেক্ষন করা যাবে রেজিস্ট্রেশনের সময় ইমেইল ঠি