Posts

Showing posts from 2013

Fanush - The Sky Lantern

Image
  This is a Hot Air Balloon , but not the one we usually see, where people can ride on. It is a smaller version of the big  hot air balloons. It is usually used in different cultural events. Here in Bangladesh it is known as "Fanush (ফানুস)". It has an another name which is Sky lantern/ Kongming lantern .

Prodip (প্রদীপ)

Image
Prodip (প্রদীপ) , a photo by nasir khan saikat on Flickr.

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

Image
উইকিপিডিয়ার প্রত্যেক নিবন্ধিত ব্যবহারকারীর নিজেস্ব একটি ব্যবহারকারীর পাতা থাকে। এই পাতায় ব্যবহারকারী তার নিজে পছন্দ, লেখাপড়া, সংস্লিষ্ট প্রকল্প সম্পর্কিত তথ্য উল্লেখ করতে পারে। নির্দিষ্ট কোনো প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য লেখার জন্য উপপাতা তৈরী করা যেতে পারে। মূল ব্যবহারকারী পাতার সাথে সংস্লিষ্ট উপপাতার লিংক যুক্ত করে দেয়া যাব। এছাড়া কোনো নির্দিষ্ট পাতার সকল উপপাতার তালিকা দেখানোর জন্য বেশ কিছু টেমপ্লেট রয়েছে, প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে। নিবন্ধিত ব্যবহারকারীরা উইকিপিডিয়াতে লগইন করলে পাতার উপরের ডান পাশে ব্যবহারকারী পাতার লিংক থাকে। নিবন্ধিত ব্যবহারকারীর ব্যবহারকারী নাম অনুযায়ী এই পাতাটি তৈরী করা যায়।  নিবন্ধনের পর সয়ংক্রিয়ভাবে এটি তৈরী হয়ে যায় না, আবার ব্যবহারকারী পাতা তৈরীর জন্য নির্ধারিত কোনো টেমপ্লেটও নেই উইকিপিডিয়াতে। অন্যান্য পাতার মত এই পাতাটিও ব্যবহারকারীর নিজের তৈরী করতে হবে। তবে আগে থেকেই তৈরী করা অন্যান্য ব্যবহারকারীর পাতা থেকে ধারণা নিয়ে খুব সহজেই নিজের ব্যবহারকারী পাতা তৈরী করে ফেলা সম্ভব। ব্যবহারকারী পাতা তৈরী করাটা বাধ্যতামূলক নয়, যেমন বাধ্যতামূলক নয় উইকি

ঢাকায় উইকিপিডিয়ার কর্মশালা

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার এক যুগ পূর্তি উপলক্ষে ঢাকায় বাংলা উইকিপিডিয়ার ( http://bn.wikipedia.org ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, "সবার একটু একটু অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে বাংলা উইকিপিডিয়া এবং এ দায়িত্ব আমাদেরই।"  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম জামাল উদ্দিন, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকা সমন্বয়ক পার্থ সারথি কর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি হাসান মাহমুদসহ অনেকে। কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান ও এর স্বেচ্ছাসেবক নুরুন্নবী চৌধুরী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা, নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছব