Posts

Showing posts from January, 2013

ঢাকায় উইকিপিডিয়ার কর্মশালা

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার এক যুগ পূর্তি উপলক্ষে ঢাকায় বাংলা উইকিপিডিয়ার ( http://bn.wikipedia.org ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, "সবার একটু একটু অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে বাংলা উইকিপিডিয়া এবং এ দায়িত্ব আমাদেরই।"  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম জামাল উদ্দিন, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকা সমন্বয়ক পার্থ সারথি কর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি হাসান মাহমুদসহ অনেকে। কর্মশালা পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান ও এর স্বেচ্ছাসেবক নুরুন্নবী চৌধুরী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা, নিবন্ধ যোগ করার পদ্ধতি, ছব