Posts

Showing posts from August, 2012

মন্তব্যের শেষে স্বাক্ষার ব্যবহার | উইকিপিডিয়া

উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধের সাথে একটি করে আলাপ পাতা থাকে। নির্দিষ্ট নিবন্ধ সম্পর্কে যেকোনো ধরনের আলোচনার জন্য এই আলাপ পাতাগুলো ব্যবহার করা হয়। এছাড়া ব্যবহারকারীদের সাথে যোগাযোগের জন্যও ব্যবহারকারীর আলাপ পাতা। উইকিপিডিয়ার ব্যবহারকারীরা পরস্পরের সাথে যোগযোগের জন্য ব্যবহৃত হয় এই পাতাগুলো। আর সকল ব্যবহারকারীর সাধারণ যোগাযোগের জন্য আলাদা একটি পাতা আলোচনা পাতা রয়েছে। এই সকল আলোচনার পাতাগুলোতে ব্যবহারকারী তার মতামত দেয়ার পর স্বাক্ষর দিতে হয়। প্রতিক্ষেত্রে নতুন করে না লিখে চারটি টিল্ড (~~~~) ব্যবহার করে সহজে আলাপ পাতায় স্বাক্ষর লেখা যায়। মন্তব্যের শেষে চারটি টিল্ড লিখে পাতাটি সংরক্ষন করা হলে সয়ংক্রিয়ভাবে ব্যবহারকরীর নাম এবং মন্তব্য লেখার সময়টি যুক্ত হয়ে যায়। আর স্বাক্ষরে সময় উল্লেখ করতে না চাইলে চারটির পরিবর্তে তিনটি টিল্ড (~~~) চিহ্ন ব্যবহার করতে হবে। স্বাক্ষরটি পরিবর্তন করা যাবে ব্যবহারকারীর পছন্দসমূহ পাতা থেকে। তবে স্বাক্ষর পরিবর্তন করার পূর্বে অবশ্যই লগইন করতে হবে।

উইকিপিডিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে সাধারণ ধারনা

বাংলা উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা http://bn.wikipedia.org ওপেন করা হলে প্রথমে যে পৃষ্ঠাটি ওপেন হয় সেটিই হল প্রধান পাতা। ব্যবহারকারীদের সুবিধার্থে এটি বিশেষ কতগুলি অংশে ভাগ করা হয়েছে। প্রথমে “এই মাসের নির্বাচিত নিবন্ধ” অংশে এটি ফিচার্ড আর্টিকেল রাখা হয়, নতুন নিবন্ধগুলো থেকে বিশেষ বিশেষ খবরগুলো নিতে তৈরী করা হয়েছে “ আপনি জানেন কি... ” । “অবদানকারীর জন্য অবশ্যপাঠ্য”- প্রত্যেক অবদানকারীর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো এখানে তালিকা করা হয়েছে। পৃষ্ঠার একেবারে নিচের অংশে বিষয় অনুযায়ী উইকিপিডিয়ার লিংক, অন্যান্য ভাষার উইকিপিডিয়া এবং উইপিডিয়ার বিভিন্ন সহপ্রকল্পের নাম দেয়া আছে। আলোচনা পাতা উইকিপিডিয়ার প্রতিটি পাতার একটি “আলাপ পাতা” ( এটি আলোচনা পাতা বা আলোচনা নামেও পরিচিত ) রয়েছে। আলাপ পাতা হচ্ছে কোনো নিবন্ধ বা অন্য কোনো পাতার জন্য , ঐ নিবন্ধ বা পাতার উন্নয়নের উদ্দেশ্যে সম্পাদকদের আলোচনা স্থান। আলাপ পাতাগুলোর নাম সংশ্লিষ্ট নিবন্ধ নামের মতোই। শুধু নামস্থান হিসেবে নিবন্ধের বা পৃষ্ঠার নামের আগে আলাপ বা আলোচনা সংযুক্ত থাকে।। “ আহসান মঞ্জিল ” নামে উইকিপিডিয়াতে একটি নিবন্ধ রয়েছে যেখানে আহসান মঞ্জি

নতুন নিবন্ধ তৈরী করা

Image
উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট আছে এমন ব্যবহারকারীরা নতুন নিবন্ধ তৈরী করতে পারবেন। তবে নিবন্ধ তৈরী করার পূর্বে অবশ্যই খুজে দেখতে হবে এই নামে আগে থেকেই কোন নিবন্ধ তৈরী করা আছে কিনা। উইকিপিডিয়ার অনুসন্ধান অপশনটি ব্যবহার করে আপনি নিবন্ধটি খুজতে পারেন। যেমন আপনি যদি “ভাপা পিঠা” নামে একটি নিবন্ধ তৈরী করতে চান তবে প্রথমে অনুসন্ধান বক্স ব্যবহার করে “ভাপা পিঠা” নামটি লিখে অনুসন্ধান বোতাম চাপুন ।  যদি নিবন্ধটি উইকিপিডিয়াতে না থাকে তবে নিচের মত একটি পাতা দেখা যাবে। যেখানে বলা থাকবে এই নামে কোন পৃষ্ঠা পাওয়া যায়নি। এবং আপনাকে এই নামের একটি পাতা তৈরী করার পরামর্শ দেয়া হবে। যেমন এই ক্ষেত্রে লেখা থাকবে “ভাঁপা পিঠা” পাতাটি এই উইকিতে তৈরী করুন!  লাল রং-এর “ভাপা পিঠা” লিংকে ক্লিক করলে নতুন যে পাতাটি দেখা যাবে সেটি সম্পাদনা উইন্ডো এবং এখানে নিবন্ধ সম্পাদনার সাধারণ পদ্ধতি অনুযায়ী নতুন তথ্য যোগ করা যাবে। উইকিপিডিয়াতে নতুন তথ্য যুক্ত করা হলে এর সাথে তথ্যের সূত্রটি উল্লেখ করে দিতে হবে। যেমন হয়তো আপনি এমন একটি তথ্য যুক্ত করলেন যেটি আপনি কোন বই বা সংবাদপত্র থেকে সংগ্রহ করে লিখেছেন। সেই ক্ষেত্রে তথ্যসূত্র হি

সম্পাদনা সারাংশ

Image
সম্পাদনা উইন্ডোর নিচের অংশে “ সম্পাদনা সারাংশ ” নামে একটি খালি জায়গা দেয়া থাকে। নিবন্ধটির প্রতিটি সম্পাদনার শেষে এখানে একবাক্যে সম্পাদনার একটি বর্ণনা যুক্ত করতে হয়। যেমন কোন নিবন্ধে নতুন তথ্যসূত্র যোগ করা হল। সেক্ষেত্রে “সম্পাদনা সারাংশ” অংশে লিখতে হবে, “নতুন তথ্যসূত্র যোগ করা হল”। এভাবে উইকিপিডিয়াতে সম্পূর্ণ নিবন্ধ সম্পাদনা বা নিবন্ধের কোনো অনুচ্ছেদ সম্পাদনার ক্ষেত্রে সংস্লিষ্ট সম্পাদনার সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে এই অংশে। এই ধরনের বর্ণনা সমূহ অন্যন্য অবদানকারীর কাজে বিশেষভাবে সহয়তা করে। নিচে চিত্রের মাধ্যমে উদাহরণটা দেখানো হল

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা

Image
উইকিপিডিয়ার নিবন্ধের আকার খুব ছোট হলে সাধারণত একটি অনুচ্ছেদে সকল তথ্যসমূহ লেখা হয়ে থাকে। তবে নিবন্ধের আকার বড় হওয়ার সাথে সাথে এটি বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করে ফেলা হয়। তথ্যসমূহ সঠিকভাবে সংকলন এবং উপস্থাপনের সুবিধার্থে এই কাজটি করা হয়ে থাকে। সম্পাদনা করার ক্ষেত্রও প্রতিটি অনুচ্ছেদ দিয়ে আলাদাভাবে কাজ করা যাবে। প্রতিটি অনুচ্ছেদের নামের পাশে “সম্পাদনা” নামের লিংকটি ব্যবহার করে এই কাজটি করা যাবে। উদাহারণ স্বরূপ “ঢাকা” নিবন্ধে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে। এখানে “ভূগোল” অনুচ্ছেদে অতিরিক্ত কোন তথ্য যুক্ত করতে হলে ভূগোল শিরোনামের পাশের সম্পাদনা লিংকে ক্লিক করে উপরে বর্ণিত পদ্ধতিতে সম্পাদনা করা যাবে (চিত্রে চিহ্নিত অংশে দেখুন)। নিবন্ধের আকার যদি বেশ বড় হয় তাহলে আলাদা আলাদা অনুচ্ছেদ হিসাবে সম্পাদনা করা উচিত। সম্পূর্ন নিবন্ধ একত্রে সম্পাদনার করার থেকে অনুচ্ছেদ হিসাবে সম্পাদনা করা হলে বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অনুচ্ছেদগুলো সাধারণত মূল বিষয়ের ছোটো একটি অংশ নিয়ে লেখা হয় সেক্ষেত্রে ঐঅংশে মনোনিবেশ করা সহজ হয়। সম্পাদনার ইতিহাস থেকেই নিবন্ধ সম্পাদনার ধারাটি সহজে বুঝতে পারা যায়। পূর্ণাঙ্গ নিবন

সম্পূর্ণ নিবন্ধ সম্পাদনা

Image
উইকিপিডিয়ার পাঠকেরাই এর সম্পাদনা করে থাকেন। উইকিপিডিয়ার নিবন্ধগুলো যেকোনো ব্যবহারকারীই সম্পাদনা করতে পারেন। এমনকি সম্পাদনা করার জন্য কোনো ধরনের নিবন্ধন করার ও প্রয়োজন নেই, নিয়মিতভাবে উইকিপিডিয়াতে অবদান রাখতে হলে নিবন্ধন করা প্রয়োজন এবং এছাড়াও নিবন্ধিত ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু সুবিধা পেয়ে থাকেন । আর নিবন্ধন করার কাজটিও সম্পন্ন করা যায় খুব সহজেই।  প্রতিটি নিবন্ধ পাতার উপরের বাম অংশে “ সম্পাদনা ” নামে একটি ট্যাব থাকে। সেখানে ক্লিক করলে উইকিপিডিয়ার পাতাটি সম্পাদনা করার মোডে দেখা যাবে। সম্পাদনা উইন্ডোটি অন্যান্য সাধারণ টেক্সট এডিটরের মতই। তবে নিবন্ধের লেখাসমূহ এখানে কিছুটা আলাদা ফরম্যাটে লেখা থাকে। যেমন “ ঢাকা ” নিবন্ধটি ওপেন করে যদি “সম্পাদনা ” লিংকে ক্লিক করা হয় তবে। নিচের মত সম্পদনা উইন্ডো দেখা যাবে। এখানে নতুন লেখা যোগ করা বা আগের লেখা সমূহ পরিবর্তন বা মুছে ফেলা যাবে। এবং পাতার নিচের অংশে “ সংরক্ষন ” বোতামটি চাপা হলে পরিবর্তনগুলো মূল নিবন্ধে সংরক্ষিত হবে এবং পাতাটি পরবর্তীতে পাতাটি খোলা হলে সম্পাদিত সংস্করণটি দেখা যাবে। তবে সংরক্ষন করার পূর্বে  “ প্রাক দর্শন ” বোতামটি ব্