উইকিপিডিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে সাধারণ ধারনা

বাংলা উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা http://bn.wikipedia.org ওপেন করা হলে প্রথমে যে পৃষ্ঠাটি ওপেন হয় সেটিই হল প্রধান পাতা। ব্যবহারকারীদের সুবিধার্থে এটি বিশেষ কতগুলি অংশে ভাগ করা হয়েছে।
প্রথমে “এই মাসের নির্বাচিত নিবন্ধ” অংশে এটি ফিচার্ড আর্টিকেল রাখা হয়, নতুন নিবন্ধগুলো থেকে বিশেষ বিশেষ খবরগুলো নিতে তৈরী করা হয়েছে “আপনি জানেন কি...” । “অবদানকারীর জন্য অবশ্যপাঠ্য”- প্রত্যেক অবদানকারীর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো এখানে তালিকা করা হয়েছে। পৃষ্ঠার একেবারে নিচের অংশে বিষয় অনুযায়ী উইকিপিডিয়ার লিংক, অন্যান্য ভাষার উইকিপিডিয়া এবং উইপিডিয়ার বিভিন্ন সহপ্রকল্পের নাম দেয়া আছে।

আলোচনা পাতা

উইকিপিডিয়ার প্রতিটি পাতার একটি “আলাপ পাতা” (এটি আলোচনা পাতা বা আলোচনা নামেও পরিচিত) রয়েছে। আলাপ পাতা হচ্ছে কোনো নিবন্ধ বা অন্য কোনো পাতার জন্য, ঐ নিবন্ধ বা পাতার উন্নয়নের উদ্দেশ্যে সম্পাদকদের আলোচনা স্থান। আলাপ পাতাগুলোর নাম সংশ্লিষ্ট নিবন্ধ নামের মতোই। শুধু নামস্থান হিসেবে নিবন্ধের বা পৃষ্ঠার নামের আগে আলাপ বা আলোচনা সংযুক্ত থাকে।।
আহসান মঞ্জিল” নামে উইকিপিডিয়াতে একটি নিবন্ধ রয়েছে যেখানে আহসান মঞ্জিল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংকলন করা হয়েছে। এই নিবন্ধতে কাজ করার সময় সম্পাদকরা এই নিবন্ধ সম্পর্কে বিভিন্ন আলোচনা করতে পারবেন “আলাপ:আহসান মঞ্জিল” পাতায়। একাধিক অংশ নিজের মধ্যে ভাগ করে কাজ করা, নিবন্ধ সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা সহ নিবন্ধের উন্নয়ন সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করা যাবে এখানে।

উইকিপিডিয়ার ব্যবহারকারী পৃষ্ঠাগুলোরও আলাপ পাতা রয়েছে (যেমন: ব্যবহারকারী আলাপ:nasir8891)। এই পাতাগুলোও আলোচনার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে আলোচনার বিষয়বস্তু সবসময় নিবন্ধ নিয়ে নাও হতে পারে। মূলত উইকিপিডিয়ানদের পরস্পরের সাথে যোগাযোগের ক্ষেত্রে এই পাতা সমূহ ব্যবহৃত হয়ে থাকে।


তিহাস

নিবন্ধ তৈরী এবং মানোন্নয়নের জন্য এর পরিবর্তন সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। উইকিপিডিয়ার নিবন্ধ সমূহের প্রতিটি পরিবর্তন আলাদাভাবে সংরক্ষন করা হয়ে থাকে। পরিবর্তনের ইতিহাস পর্যবেক্ষণের মাধ্যমে খুব সহজেই কাজের অগ্রগতি সম্পর্কে সামগ্রিক ধারনা পাওয়া সম্ভব। সেই সাথে  কোন দুষ্কৃতিকারী নিবন্ধটির লেখা মুছে দিলে বা অপ্রয়োজনীয় ও অনাকাঙ্খিত তথ্য যোগ করলে তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ইতিহাস পাতা ব্যবহার করে ।


Comments

Popular posts from this blog

বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা