সম্পূর্ণ নিবন্ধ সম্পাদনা

উইকিপিডিয়ার পাঠকেরাই এর সম্পাদনা করে থাকেন। উইকিপিডিয়ার নিবন্ধগুলো যেকোনো ব্যবহারকারীই সম্পাদনা করতে পারেন। এমনকি সম্পাদনা করার জন্য কোনো ধরনের নিবন্ধন করার ও প্রয়োজন নেই, নিয়মিতভাবে উইকিপিডিয়াতে অবদান রাখতে হলে নিবন্ধন করা প্রয়োজন এবং এছাড়াও নিবন্ধিত ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু সুবিধা পেয়ে থাকেন। আর নিবন্ধন করার কাজটিও সম্পন্ন করা যায় খুব সহজেই। 
প্রতিটি নিবন্ধ পাতার উপরের বাম অংশে “সম্পাদনা ” নামে একটি ট্যাব থাকে। সেখানে ক্লিক করলে উইকিপিডিয়ার পাতাটি সম্পাদনা করার মোডে দেখা যাবে।

সম্পাদনা উইন্ডোটি অন্যান্য সাধারণ টেক্সট এডিটরের মতই। তবে নিবন্ধের লেখাসমূহ এখানে কিছুটা আলাদা ফরম্যাটে লেখা থাকে। যেমন “ঢাকা ” নিবন্ধটি ওপেন করে যদি “সম্পাদনা ” লিংকে ক্লিক করা হয় তবে। নিচের মত সম্পদনা উইন্ডো দেখা যাবে।
এখানে নতুন লেখা যোগ করা বা আগের লেখা সমূহ পরিবর্তন বা মুছে ফেলা যাবে। এবং পাতার নিচের অংশে “সংরক্ষন” বোতামটি চাপা হলে পরিবর্তনগুলো মূল নিবন্ধে সংরক্ষিত হবে এবং পাতাটি পরবর্তীতে পাতাটি খোলা হলে সম্পাদিত সংস্করণটি দেখা যাবে। তবে সংরক্ষন করার পূর্বে  “প্রাক দর্শন” বোতামটি ব্যবহার করা উচিত। এই অপশনটি ব্যবহার করে সংরক্ষন করা ছাড়াই পরিবর্তনগুলো দেখা যাবে। অনেকক্ষেত্রেই ভুল সংশোধন করার জন্য এটি বিশেষভাবে সহায়তা করে থাকে। আর নিবন্ধে কি সম্পদানা করা হলো সেটির বিষয়বস্তু লেখার জন্য রয়েছে "সম্পাদনা সারাংশ" অংশে।

Comments

Popular posts from this blog

বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা