উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী

উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে http://bn.wikipedia.org/wiki/Special:Userlogin এই পাতা থেকে "নতুন একাউন্ট খুলুন" এই লিংকে ক্লিক করতে হবে। অথবা সরাসরি http://bn.wikipedia.org/w/index.php?title=Special:Userlogin&type=signup লিংক থেকেও উইকিপিডিয়াতে নতুন অ্যাকাউন্ট তৈরী করা যাবে। এছাড়া উইকিপিডিয়ার যে কোন পাতার উপরের ডান পাশে Log in / Create account নামের একটি লিংকটি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাকাউন্ট তৈরী করার সময় যে কোন পছন্দের নাম ব্যবহার করা যাবে। তবে একবার অ্যাকাউন্ট তৈরী করা হয়ে গেলে সহজে সেটি আর পরিবর্তন করা যাবে না। নিবন্ধনের সময় একটি ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাঠানো এবং সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয় এই ঠিকানাটি। অ্যাকাউন্ট তৈরী করার পর http://bn.wikipedia.org/wiki/Special:Preferences ঠিকানা থেকে ব্যবহারকারীর তার পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারবেন।

Comments

Popular posts from this blog

বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা