সম্পাদনা সারাংশ

সম্পাদনা উইন্ডোর নিচের অংশে “সম্পাদনা সারাংশ” নামে একটি খালি জায়গা দেয়া থাকে। নিবন্ধটির প্রতিটি সম্পাদনার শেষে এখানে একবাক্যে সম্পাদনার একটি বর্ণনা যুক্ত করতে হয়। যেমন কোন নিবন্ধে নতুন তথ্যসূত্র যোগ করা হল। সেক্ষেত্রে “সম্পাদনা সারাংশ” অংশে লিখতে হবে, “নতুন তথ্যসূত্র যোগ করা হল”। এভাবে উইকিপিডিয়াতে সম্পূর্ণ নিবন্ধ সম্পাদনা বা নিবন্ধের কোনো অনুচ্ছেদ সম্পাদনার ক্ষেত্রে সংস্লিষ্ট সম্পাদনার সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে এই অংশে। এই ধরনের বর্ণনা সমূহ অন্যন্য অবদানকারীর কাজে বিশেষভাবে সহয়তা করে। নিচে চিত্রের মাধ্যমে উদাহরণটা দেখানো হল
wikipedia edit summery

Comments

Popular posts from this blog

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

Fanush - The Sky Lantern

উইকিপিডিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে সাধারণ ধারনা