সরাসরি বাংলা লিখুন উইকিপিডিয়ায়

সম্প্রতি বাংলা উইকিপিডিয়াতে (http://bn.wikipedia.org) "নারায়ম" নামের একটি এক্সটেনশন যুক্ত করা হয়েছে। এর ফলে কম্পিউটারে অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই উইকিপিডিয়াতে বাংলা লেখা যাবে। এই এক্সটেনশনটি বাংলা উইকি সংকলন(http://bn.wikisource.org) সহ অন্যন্য ভাষার বেশ কিছু উইকিপিডিয়াতে অনেকদিন আগে থেকেই ব্যবহার করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে এতদিন বাংলা উইকিপিডিয়াতে লেখার জন্য স্থানীয়ভাবে জাভাস্ক্রিপ্ট ভিত্তিক একটি টুল ব্যবহৃত হচ্ছিল। তবে নতুন এক্সটেনশনটি বিশেষত্ব হল এটি কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রন করা হয়। ফলে যে কোনো ধরনের বাগ সংশোধন, নতুন সংস্করণ আপডেট করা, নতুন বৈশিষ্ট সংযোজনের মত কাজগুলো আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
নারায়ম এক্সটেনশটি উইকিপিডিয়ার মূল কোড রিপোজিটরী থেকে ব্যবহার করা হয়। বর্তমানে বাংলা লেখার জন্য এখানে "বাংলাদেশের জাতীয় কীবোর্ড", ভারতের ইনস্ক্রিপ্ট, অভ্র কীবোর্ড এবং প্রভাত কীবোর্ডসহ মোট চারটি লেআউট যুক্ত করা আছে। পাশাপাশি বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় লেখার জন্য রয়েছে প্রায় ৪০টিও অধিক লেআউট। এই এক্সটেনশনটি সকল ব্যবহারকারীর জন্যই চালু করা আছে। লেখা শুরুর আগে কীবোর্ড থেকে Ctrl+M ব্যবহার করে এক্সটেনশনটি সক্রিয় করতে হবে। এখানে ডিফল্ট হিসাবে বাংলা লেখার জন্য অভ্র কীবোর্ড নির্ধারন করা আছে। তবে ব্যবহারকরীরা তাদের পছন্দের কীবোর্ড নির্বাচন করে লিখতে পারবেন। পাশাপাশি এখানে আরও নতুন কীবোর্ড লেআউট সংযোজনের সুযোগ রয়েছে।
শুধু উইকিপিডিয়াই নয় এই “নারায়ম” এক্সটেনশটি ব্যবহার করা যাবে মিডিয়াউইকি ভিত্তিক যে কোনো ওয়েবসাইটেই। এক্সটেনশনটির লিংক হল http://www.mediawiki.org/wiki/Extension:Narayam। নতুন এই টুল ব্যবহারে কোনো ধরনের অসুবিধা বা ত্রুটি খুজে পেলে উইকিমিডিয়া বাংলাদেশের মেইলিং লিস্টে জানানো যাবে। মেইলিং লিস্টের ঠিকানা হল  https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Comments

Popular posts from this blog

বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা