উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

উইকিপিডিয়ার প্রত্যেক নিবন্ধিত ব্যবহারকারীর নিজেস্ব একটি ব্যবহারকারীর পাতা থাকে। এই পাতায় ব্যবহারকারী তার নিজে পছন্দ, লেখাপড়া, সংস্লিষ্ট প্রকল্প সম্পর্কিত তথ্য উল্লেখ করতে পারে। নির্দিষ্ট কোনো প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য লেখার জন্য উপপাতা তৈরী করা যেতে পারে। মূল ব্যবহারকারী পাতার সাথে সংস্লিষ্ট উপপাতার লিংক যুক্ত করে দেয়া যাব। এছাড়া কোনো নির্দিষ্ট পাতার সকল উপপাতার তালিকা দেখানোর জন্য বেশ কিছু টেমপ্লেট রয়েছে, প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে।


নিবন্ধিত ব্যবহারকারীরা উইকিপিডিয়াতে লগইন করলে পাতার উপরের ডান পাশে ব্যবহারকারী পাতার লিংক থাকে। নিবন্ধিত ব্যবহারকারীর ব্যবহারকারী নাম অনুযায়ী এই পাতাটি তৈরী করা যায়।  নিবন্ধনের পর সয়ংক্রিয়ভাবে এটি তৈরী হয়ে যায় না, আবার ব্যবহারকারী পাতা তৈরীর জন্য নির্ধারিত কোনো টেমপ্লেটও নেই উইকিপিডিয়াতে। অন্যান্য পাতার মত এই পাতাটিও ব্যবহারকারীর নিজের তৈরী করতে হবে। তবে আগে থেকেই তৈরী করা অন্যান্য ব্যবহারকারীর পাতা থেকে ধারণা নিয়ে খুব সহজেই নিজের ব্যবহারকারী পাতা তৈরী করে ফেলা সম্ভব।

ব্যবহারকারী পাতা তৈরী করাটা বাধ্যতামূলক নয়, যেমন বাধ্যতামূলক নয় উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য নিবন্ধন করা। নিবন্ধন করা ছাড়াও উইকিপিডিয়ার প্রায় সকল পাতা সম্পাদনা করা যায়। তবে নিয়মিতভাবে উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী হলে শুরুতে নিবন্ধন করে দেয়া উচিত।

ব্যবহারকারী পাতায় কি কি তথ্য থাকতে হবে সেটি সম্পর্কে নির্ধারিত কোনো নীতিমালা নেই, তবে যে সকল তথ্য রাখা যেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা দেয়া হল:
  • নিজের সম্পূর্ণ নাম
  • নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা
  • যোগাযোগের ইমেইল ঠিকানা
  • সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রোফাইলের লিংক
  • ব্যবহারকারীর সাথে সম্পর্কিত ইউজার বক্স
  • উইকিপিডিয়ায় সংস্লিষ্ট প্রকল্পের তালিকা
  • উইকিপিডিয়া আগে কি কি কাজ করেছেন, এবং ভবিষ্যৎ পরিকল্পনার তালিকা
বাংলা উইকিপিডিয়া আমার প্রোফাইলের লিংক হল http://bn.wikipedia.org/wiki/user:Nasir8891, nasir8891 আমার গ্লোবাল ইউজারনেম। বাংলাসহ অন্যান্য সকল উইকিপ্রকল্পে একই নামে আমার সাথে যোগাযোগ করা যাবে।

Comments

Popular posts from this blog

বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে সাধারণ ধারনা