বাংলা উইকিপিডিয়া

বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org) হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াস। বাংলাভাষায় এর আগেও বিশ্বকোষ তৈরী করা হয়েছে। সেখানে নিবন্ধের সংখ্যা ছিল সীমিত এবং অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিবন্ধকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ গোষ্ঠির তৈরী করা এবং সেখানে অন্যান্য কারও মতামত দেয়ার সুযোগ ছিলো না বলে, পক্ষপাত করা হয়নি সেটিও নিশ্চিতভাবে বলা যায় না। আবার নিয়মিত হালনাগাদ করার ক্ষেত্রেও অন্যান্য বিশ্বকোষগুলো বেশ পিছিয়ে রয়েছে। ওয়েব ভিত্তিক বলে হালনাগাদের ক্ষেত্রে উইকিপিডিয়ার বিশেষ সুবিধা রয়েছে। বাংলা উইকিপিডিয়া তৈরীর কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে এমন বাংলাভাষীরা এই বিশ্বকোষ তৈরী করার কাজে অংশগ্রহন করছেন। বাংলাদেশীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ব্যবহারকারীরাও নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছেন।
বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে প্রায় ২৩ হাজার ৫০০নিবন্ধ রয়েছে। সেই সাথে চলছে নতুন নতুন নিবন্ধ তৈরী করার কাজ। বাংলা উইকিপিডিয়া কার্যক্রম শুরুর দিকে নিবন্ধের সংখ্যা বাড়ানোর প্রতি গুরুত্ব দেয়া হয়েছিল সম্প্রতি সময়ে এই লক্ষ পরিবর্তন করে নিবন্ধের মান উন্নয়নের দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। পূর্বে তৈরী করা ছোটো আকারের নিবন্ধগুলোতে তথ্য সংযোজন করা হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে অপসারণ করা হচ্ছে, অত্যাধিক ছোটো বা মান সম্পন্ন নয় এমন নিবন্ধগুলো।

Comments

Popular posts from this blog

উইকিপিডিয়ার ব্যবহারকারী পাতা

Fanush - The Sky Lantern

উইকিপিডিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে সাধারণ ধারনা